[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
৪৩তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিননজন শিক্ষার্থী স্বর্ণপদক ও একজন রৌপ্য পদক লাভ করেছেন। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১৬-১৮ জানুয়ারী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বর্ণ ও রৌপ্যপদকজয়ী ৪ শিক্ষার্থীই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। এর মধ্যে তামান্না আক্তার ১০০ মিটার হাভেলস ইভেন্টে স্বর্ণপদক, রিংকি খাতুন লংজাম্প ইভেন্টে স্বর্ণপদক, জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক ও প্লাবনী হক হাই জাম্প ইভেন্টে রৌপ্য পদক লাভ করেছে।
উল্লেখ্য, এবারের আসরে ৬৪ টি জেলা, আটটি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, অধিভূক্ত সামরিক ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় ৫শতাধিক পুরুষ ও মহিলা এ্যাথলেট অংশগ্রহণ করে।