[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ সোমবার (২ ডিসেম্বর) স্পেনের মাদ্রিদে জলবায়ু সংকট নিয়ে বিশ্ব নেতারা মিলিত হচ্ছে। সেখানে বিশ্বের ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হচ্ছে কনফারেন্স অব পার্টিসের (সিওপি) ২৫তম সম্মেলন।
বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘ প্রতিনিধিরা বৈশ্বিক উষ্ণায়নের সাথে লড়াই করে কাটানো এই বছরের সমস্যাগুলো নিয়ে এই সম্মেলনে দরকষাকষিতে মুখোমুখি হবেন। আজ সোমবার (২ ডিসেম্বর) থেকে ডিসেম্বরের ১৩ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল স্পেনের উদ্দেশ্যে রওনা দিলে আজ সোমবার তিনি স্পেনের মাদ্রিদে পৌঁছান। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের ভিলা ম্যাগনা হোটেলে নিয়ে যাওয়া হয়। এই সফরে তিনি সেখানেই থাকবেন।