[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে মুসলিম যুবককে মারধর করে কয়েকজন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করছিলে । ওই হামলাকারীরা এ সময় তার কাছে থাকা মোটরসাইকেলের চাবিও কেড়ে নেয় । পরে তার চিত্কার শুনে স্থানীয় এক হিন্দু দম্পতি বাইরে বেরিয়ে আসেন । তাণ্ডবের হাত থেকে ওই মুসলিম যুবককে রক্ষা করলেন তারা। হামলাকারীরা তাদের প্রতিবাদেই ওই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মারধরের শিকার ইমরান ইসমাইল পটেল পেশায় একজন রেস্তোঁরা কর্মী। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ কাজ সেরে নিজের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথেই আরো কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন তাকে ধাওয়া করে। পরে তাকে নামিয়ে মারধর করা হয়। ‘জয় শ্রী রাম’ বলতে তাকে বাধ্যও করা হয় ।হামলাকারীরা মোটরবাইকের চাবিও কেড়ে নেয় ।
ইমরানের চিত্কার শুনে স্থানীয় এক হিন্দু দম্পতি বাইরে বেরিয়ে আসেন । তারাই মারধর করা থেকে আটকান ওই হামলাকারীদের। একজন পাথর তুলে চেষ্টা করে ইমরানের মাথায় মারার, তাতেও ওই দম্পতি বাধা দেন । তাদের চেষ্টাতেই ইমরান মোটরসাইকেলের চাবি ফিরে পান।
এদিকে ইমরানের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ ১০ জনকে খুঁজছে ।