[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তরুণ ক্রিয়েটিভ ডিজাইনার, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইন্টার্ন একাডেমি। তারই ধারাবাহিকতায় শনিবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ”বিশ্ব সাহিত্য কেন্দ্রে” অনুষ্ঠিত হলো “ইন্টার্ন একাডেমি ভিশনারি সামিট ২০২৪”।
জমকালো আয়োজন ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত এই সামিটে অংশ নিয়েছেন দেশ-বিদেশের খ্যাতিমান কন্টেন্ট কিং ফাউন্ডার মোহাম্মাদ ইকরাম, ব্লাকবোর্ড স্ট্যাটিজির (এশিয়াটিক ৩৬০) সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর নজরুল ইসলাম, ইন্টার্ন একাডেমির ফাউন্ডার সাব্বীর আহম্মেদ, নগদের (Ai) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ক্রিয়েটিভ লীড আব্দুর রউফ (রাজু), ফ্রিলান্সিং মার্কেট প্লেস ফাইভার- আপওয়ার্ক কিং মুজতাহিদুল ইসলাম এবং রাসেল রানা, ক্রিয়েটিভ কমান্ডার, ক্রিয়েটিভ আর্মি এবং সম্ভাবনাময় তরুণ উদ্যমী ক্রিয়েটিভ ডিজাইনাররা।৷
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এই সামিট। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান কন্টেন্ট কিং ও ক্রিয়েটিভ ডিরেক্টররা। ইন্টার্ন একাডেমির প্রতিষ্ঠাতা বলেন এই সামিট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নতুন সম্ভাবনা তৈরির সূচনা।” আয়োজনের প্রধান লক্ষ্য ছিল তরুণদের নতুন উদ্ভাবন ও চিন্তাধারার বিকাশ ঘটানো এবং তাদের হাতে সঠিক দিকনির্দেশনার রশি তুলে দেওয়া।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন সেশনে উপস্থিত ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঠিক ডিজাইন রোডম্যাপ এবং ডিজাইন হ্যাক্স। আলোচনা সেশনে অংশ নেন দেশের শীর্ষ কন্টেন্ট কিং, ক্রিয়েটিভ ডিরেক্টর, Ai এ আই আর্টিস্ট ও টপ রেটেড ফ্রিলান্সাররা। তারা তরুণদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
তাছাড়া, সামিটে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইন্ডাস্ট্রি-ফোকাসড কর্মশালা। অংশগ্রহণকারীরা কন্টেন্ট, স্টোরি টেলিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (Ai) এবং ফ্রিলান্সিং এর সুপার সিক্রেট শেখার সুযোগ পান।
কন্টেন্ট কৌশল: যেখানে আলোচনা হয় কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ক্রিয়েটিভ ভাবে ব্যবহার করে ক্যারিয়ার বা ব্যবসায়িক সাফল্য অর্জন করা যায়।
স্টোরি টেলিং দক্ষতা: তরুণ গ্রাফিক্স ডিজাইনারদের ডিজাইন হ্যাক্স, ব্র্যান্ডিং এবং স্টোরি টেলিং পদ্ধতি শেখানো হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভবিষ্যৎ: কীভাবে AI প্রযুক্তি বিভিন্ন শিল্প খাতে বিপ্লব আনছে এবং তরুণদের এই খাতে নিজেকে প্রস্তুত করতে হবে, তা নিয়ে বিশদ আলোচনা।
ইন্টার্ন একাডেমির দিনব্যাপী আয়োজনে ক্রিয়েটিভ তরুণ-তরুনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সামিট। সামিটে সহোযোগিতায় ছিলো কন্টেন্ট কিং, প্রাচীন শপ, ডাইনা হোস্ট, সুরমা ভ্যালী টি, ইন্টার্ন উইথ সাব্বীর, ডিজাইনারর্স অফ কুমিল্লা সহ বেশ কিছু সাপোর্টিভ পার্টনার । যাদের অবদান ছিলো অপরিসীম। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন, “এমন উদ্যোগ দেশের ভবিষ্যৎ ক্রিয়েটিভ ডিজাইনা এবং ফ্রিলান্সিং সেক্টরে রেমিট্যান্স অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইন্টার্ন একাডেমির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ইন্টার্ন একাডেমির কার্যক্রমে এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে উপস্থিত অতিথিদের কাছে থেকে এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে। সামিট শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানান, এমন আয়োজন ভবিষ্যতে তাদের প্র্যাক্টিক্যাল লাইফকে এগিয়ে নিতে দারুণভাবে সহায়তা করবে।
ইন্টার্ন একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সামিটের সফল সমাপ্তির পর আরও বড় পরিসরে ভবিষ্যতে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।