[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে বসবাস বা রাত্রিযাপনে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো একাডেমিক ভবনে কেউ বসবাস বা রাত্রিযাপন করতে পারবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, যারা বসবাস করতো তাদের ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে ।
উল্লেখ্য যে, বিভিন্ন একাডেমিক ভবনে বসতি স্থাপন করেছিলেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।