[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ৪ নভেম্বর সকালে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ নারী ঐক্য পরিষদের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরের নিউমার্কেট, শাহবাগ, পল্টন মোড়, শাপলা চত্বর, শান্তিনগর, ফার্মগেট ও মহাখালী প্রভৃতি স্থানে মিনি ট্রাকযোগে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী’র নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাজমা আক্তার শিরিন, শ্রাবণী আক্তার, হজরত আলী সুমন, ফারিন আহমেদ প্রমুখ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ ঢাকায় পথচারীদের মাস্ক পরিয়ে দেন। এ সময় তারা বলেন, ‘বিশেজ্ঞরা বলেছেন সামনের শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে’। সেই লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে জনসাধারণকে সতর্ক হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পড়ার অভ্যেস বজায় রাখার আহ্বান জানান।