জনপ্রিয়তার শীর্ষে পাসওয়ার্ড’র ট্রেলার

শুক্রবার, মে ৩১, ২০১৯,১১:৪৮ পূর্বাহ্ণ
0
124

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ঈদের ছবি ‘পাসওয়ার্ড’র ট্রেলার মুক্তি পেল । ছবির প্রথম ঝলক উন্মুক্ত করা হয় শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এ গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় । তিন দিনেই জনপ্রিয়তার শীর্ষে পাসওয়ার্ড’র ট্রেলার। ৯ লাখ ৫০ হাজার বারের বেশি ভিউ হয়েছে ট্রেলারটি ।

এর আগে, রবিবার ‘পাসওয়ার্ড’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন ছবিটি দেখে । শাকিব ও বুবলী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও মিশা সওদাগর।
 
জানা গেছে, ‘পাসওয়ার্ড’ ছবির গল্প এগিয়েছে একটি মিশনকে কেন্দ্র করে । এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে