জনগণতান্ত্রিক বৈষম্যহীন পরিকল্পিত সমতা-ন্যায্যতার বাংলাদেশ চাই

সোমবার, অক্টোবর ১৬, ২০২৩,১২:৫৩ অপরাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশেষ প্রতিনিধি : “আমাদের মনে রাখতে হবে, আজ থেকে ৫২ বছর আগে একটি রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আর সেই বিজয়ের ৫২ বছর পূর্তিতে আমরা নতুন ভাবনা, নতুন পরিকল্পনা ও চ্যালেঞ্জ মোকাবেলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ। হৃদয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ ও ‘৭২-এর সংবিধান। 

আমরা বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধের সেই চেতনা বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ও বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে সমতা-ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে গণমুখী উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা রাখতে চাই। আমরা অবহেলিত, শোষিত-বঞ্চিত আর নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে থাকতে চাই। আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চাই। আমরা দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র আর অন্যায়ের কাছে কিংবা সাম্রাজ্যবাদী চক্রান্তে কোনো প্রতিবিপ্লবী প্রতিক্রিয়াশীল অপশক্তির কাছে মাথানত করতে চাই না।

আমরা জানি, ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ আমাদের পাড়ি দিতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আমরা ভাঙবো কিন্তু মচকাব না। আমরা হোঁচট খাব কিন্তু আমরা থেমে যাব না। আমাদের সংগ্রামী এই অভিযাত্রায় সংগ্রামী মানুষের সহযোগিতা চাই।

আমাদের বিশ্বাস, এই দেশকে যারা ভালোবাসেন, এই দেশের যারা মঙ্গল চান, তারা নিশ্চয় আমাদের পাশে থাকবেন। সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বৈষম্যহীন পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে সমতা-ন্যায্যতার প্রগতিশীল বাংলাদেশ চাই।”

বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।

গতকাল রবিবার (১৫ অক্টোবর ২০২৩) বিকাল ৪টায় “ইসরাইলী আগ্রাসন ও ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করো। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি চাই। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাও। বিএনপি-জামাত আর না, মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বৈষম্যহীন পরিকল্পিত সমতা-ন্যায্যতার প্রগতিশীল বাংলাদেশ চাই।”-এইসব দাবীতে ও জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বাহিনীর নৃশংস হত্যা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মৌলভীবাজার শহরের চৌমুহনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য দেন পার্টির জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আফরোজ আলী,পার্টির জেলা শাখার সদস্য কমরেড দেওয়ান মাসুকুর রহমান, কমরেড দীপক সরকার, কমরেড সরূপ চৌধুরী, জাতীয় কৃষক সমিতির সদস্য মো. হারুন ও চন্দ্র সবর প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কমরেড সৈয়দ আমিরুজ্জামান আরও বলেন, ‘ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করার জন্যই জেরুজালেমে ক্রমাগত গোলা নিক্ষেপ করে ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসারাইলী বাহিনী। এই হত্যা হামলা দ্রুত বন্ধ করতে হবে। সেই ১৯৩৩ সালে আরবদের কাছে থেকে কিছু জমি নিয়ে সেখানে বসবাস শুরু করে ইহুদী জনগোষ্ঠি। ১৯৪৭ সালে বৃটিশ সরকার ইউরোপ থেকে বিতাড়িত ইহুদীদের ফিলিস্তিনিদের আবাস ভূমিতে পুনর্বাসনের ব্যবস্থা নেয়। আর পুনর্বাসিত হয়েই ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের উচ্ছেদে হামলা আক্রমণ চালায়। অন্যদিকে ফিলিস্তিনি আরবরা তাদের আবাসভূমি রক্ষা ও আত্মরক্ষায় প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখে। প্রতিদিন ইসরাইলী বাহিনীর নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশু-নারীসহ অগনিত মানুষ। আর এর মদত দাতা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। বাক স্বাধীনতা ও মানবাধিকারের ধ্বজাধারীরা এখন নিশ্চুপ। এখন তারা ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতেও নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা দ্বিচারিতার সামিল ও জঘন্য আচরণ।’

তিনি বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের দখলকৃত ভূমি ফিরিয়ে দিয়ে, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান। এছাড়া মধ্যপ্রাচ্যে কোন স্থায়ী শান্তি হবে না।

ইসরাইলী আগ্রাসন বন্ধ, নিবির্চারে জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ঢাকা, রাজশাহী, নাটোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, রংপুর, নড়াইল, সিলেট, টাঙ্গাইল, শেরপুর, উজিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে