ছোট ছেলেকে বেঁধে রেখে স্ত্রীকে গরম খুন্তি দিয়ে নির্যাতন!

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৫:৩০ পূর্বাহ্ণ
0
70

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

একমাত্র ছেলেকে দড়ি দিয়ে বাঁধলেন বাবা। তার পর ছোট্ট শিশুটির সামনেই স্ত্রীর চুল কেটে গরম খুন্তি দিয়ে পুরো শরীর ঝলসে দেন বর্বর এক স্বামী। পাষণ্ড স্বামী তাতেও ক্ষান্ত ছিলেন না। ওই গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে তুলে নেওয়ারও চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বসিরার দোকান এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গত সোমবার রাতে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে।

নির্যাতিতা গৃহবধূ ও স্বজনরা জানান, নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোশাররফ হোসেন উজ্জ্বলের সঙ্গে ২০০৯ সালের ৮ অক্টোবর কবিরহাটের সোন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে নিলুফার ইয়াসমিন কলির পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য কলির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন উজ্জ্বল। চাপে পড়ে বাবার বাড়ি থেকে বিদেশ যাওয়ার জন্য কয়েকবার টাকাও এনে দিয়েছিলেন কলি। দুই মাস আগে সৌদিপ্রবাসী উজ্জ্বল দেশে ফেরার পর আবারও টাকার জন্য কলির ওপর নির্যাতন শুরু করেন।

সব শেষ গত বুধবার রাতে নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বসিরার দোকান এলাকার ভাড়া বাসায় কলির মাথার চুল কেটে গরম খুন্তি দিয়ে পুরো শরীর ঝলসে দেন উজ্জ্বল। এ সময় শিশুসন্তানকে বেঁধে রাখা হয়। এ সময় উজ্জ্বল ছেলের গলা কেটে হত্যার হুমকি দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে