ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে শিক্ষককে বিবস্ত্র করে পিটুনি

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,৫:৫৭ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ছাত্রীদের যৌন হয়রানি ও তাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে উত্তেজিত জনগণ রাস্তায় প্রকাশ্যে বিবস্ত্র করে পিটিয়েছে । তারপর ওই শিক্ষককে বিবস্ত্র অবস্থায় সোপর্দ করা হয়েছে পুলিশের হাতে ।

এ ঘটনা ঘটেছে বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় কলকাতার কয়েকটি বাংলা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ ফিরোজ খান অভিযুক্ত শিক্ষকের নাম । অনেক দিন ধরেই তিনি বিদ্যালয়টির ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন। তার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই তাকে এমন শাস্তি দিয়েছেন অভিভাবকরা ।

বুধবার ওই শিক্ষক অশালীন আচরণ করে ছাত্রীদের সঙ্গে । খবর পেয়ে উত্তেজিত জনতা স্কুলে হাজির হয়ে ওই  আটক করে শিক্ষককে রাস্তায় নিয়ে যায়। সেখানে তাকে পিটুনি দেয়া হয়।

এদিকে, অভিযুুক্ত শিক্ষক ফিরোজ খান তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন বলে জানা গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে