[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সাত বার অস্ট্রিয়ান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন রেড বুল সলসবার্গের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে অলরেডরা। প্রথমার্ধ গোল শূন্য ব্যবধানে রুখে দিয়ে লিভারপুলকে চাপে ফেলে দেয় সালজবুর্ক। বিরতির পর ৫৭ মিনিটে সাদিও মানে দারুণ পাস থেকে হেডে, দলকে প্রথম লিড এনে দেন নেভি কেইটা।
এক মিনিট পরেই গোলবারের কোনাকুনি দূরত্ব থেকে অবিশ্বাস্য এক গোল করেন মিসরীয় তারকা সালাহ। তাতে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপে শীর্ষে থেকেইও শেষ ১৬’র টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়নরা।