চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়লেন আনসু ফাতি

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯,৬:৫৯ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বার্সেলোনার আনসু ফাতি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন। আর এই রেকর্ড গড়লেন মাত্র ১৭ বছর ৪০ দিন বয়সে। তার আগে ১৯৯৭ সালে অলিম্পিয়াকোসের হয়ে একই লিগে ১৭ বছর ১৯৪ দিন বয়সে গোল করেছিলেন পিটার ওফোরি-কুইয়ে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের ৮৫তম মিনিটে আনসু ফাতিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। পরের মিনিটেই ডি-বক্সের সামনে থেকে নিচু শটে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন ফাতি। ফলে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। সেইসঙ্গে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতায় পরিণত হয়ে যান তিনি।   

এর আগে গত আগস্টে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ফাতির। এরপর একই মাসে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে গোল করে বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে