চোর সন্দেহে তরুণকে নগ্ন করে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

রবিবার, জুলাই ২১, ২০১৯,৫:০৮ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চোর সন্দেহে দলিত এক তরুণকে নগ্ন করে মারধরের পর উত্তেজিত জনতা গায়ে আগুন ধরিয়ে দিয়েছে । ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকিতে । সুজিত কুমার নামে ১৮ বছর বয়সী ওই তরুণকে পুলিশ উদ্ধার করেছে । 

তার চিকিৎসা চলছে বর্তমানে লখনৌর একটি হাসপাতালে ।হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে ওই যুবকের শরীরের ৩০ শতাংশ আগুনে ঝলসে গেছে । 

পুলিশ ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে । গণপিটুনির ঘটনায় জড়িত অন্য ‘অজ্ঞাতপরিচয়’ অভিযুক্তদের সন্ধানে অভিযান নেমেছে পুলিশ।

পুলিশ বলছে, সুজিত কুমার গত বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন । রঘুপুরা গ্রামের কাছে একদল পথকুকুর তাকে তাড়া করে। প্রাণে বাঁচতে স্থানীয় একটি বাড়ির বাইরের ছাউনির তলায় তিনি আশ্রয় নেন । 

এত রাতে অজ্ঞাত পরিচয় ওই তরুণকে গ্রামের একটি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বেরিয়ে আসেন কয়েকজন । তারা সুজিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । জোরে চেঁচামেচি শুনে গ্রামের অনেকেই হাজির হন সেখানে ।

গ্রামবাসীদের ওই যুবক জানান, স্ত্রীকে নিয়ে আসার জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকেই বাড়ি ফিরছেন। কিন্তু কেউ সুজিতের কথা মানতে রাজি ছিল না । গ্রামবাসীরা তাকে চোর সন্দেহে শুরু করে মারধর । একপর্যায়ে ওই তরুণকে বিবিস্ত্র করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর মধ্যে গ্রামের কয়েকজন বাসিন্দা পুলিশে খবর দেন। পুলিশের টহলদারি দল এসে সুজিতকে  উদ্ধার করে দগ্ধ অবস্থায়। প্রথমে তাকে  নিয়ে যাওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে। সেখান থেকে লখনৌতে স্থানান্তর করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে