[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে নকল গ্লুকোজ কারখানায় বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ও এর উপাদানসহ কারখানা মালিক মফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে অভিযান নকল কারখানায় অভিয়ান চালিয়ে এসব মালামালসহ আটক করা হয় তাকে। একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে কারখানা মালিক মফিজুর রহমান ।
এদিকে, মাদকবিরোধী অপর এক অভিযানে মিনি ট্রাক তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর গ্রামের ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জব্দ করা হয় নকল গ্লুকোজ ও এর উপাদান । কারখানা মালিককে আটক করা হয় । অন্যদিকে, বাসস্ট্যান্ড দামুড়হুদা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ১৫-৬১৪৮) তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়ির মালিক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ নেওয়া হয়েছে করে থানায়