চীন ও পাকিস্তানের মহড়া নিবিড় পর্যবেক্ষণ করছে ভারতীয় বিমানবাহিনী

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,১০:১১ পূর্বাহ্ণ
0
76

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কাশ্মীর উত্তেজনার মধ্যে চীন ও পাকিস্তানি বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছে লাখাদের নিকটবর্তী সীমান্তে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড দিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে।

খবরে বলা হয়েছে, মহড়া চালাচ্ছে পাকিস্তানি জেএফ-১৭ এবং চীনের জে-১০ যুদ্ধবিমান। লেহ শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহড়ার স্থানটি। মহড়ায় পাকিস্তানের গিলগিটের বালিতিস্তান অঞ্চলে জেএফ-১৭ বিমানগুলো গিয়েছে। সেগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখছে ভারতীয় বিমানবাহিনী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে