চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে রাষ্ট্রপতির অভিনন্দন

শুক্রবার, অক্টোবর ২, ২০২০,৩:১১ অপরাহ্ণ
0
58

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাস জানিয়েছে, চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

চিঠিতে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীন চমৎকার সম্পর্ক উপভোগ করছে। আগামীতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে আরো গভীর ও শক্তিশালী সম্পর্ক হবে বলে প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শি জিনপিংয়ের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে