[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিশ্বনন্দিত ফার্সি কবি ও সুফি মহাসাধক হযরত জালালুদ্দীন রুমীর জন্মদিনকে ঘিরে শরীয়তপুরের নড়িয়া উপজেলাধীন চিশতীনগর খানকায়ে চিশতীয়ার অন্তর্গত চিশতীনগর শরীফিয়া লাইব্রেরী পাঠকচক্রের উদ্যোগে দেশব্যাপী রচনা প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে।
রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে “বিশ্বনন্দিত ও যুগস্রষ্টা কবি, মহান সুফীসাধক হযরত জালারুদ্দীন রুমী এবং তাঁর দর্শন।”
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ৪ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ১৩০০ শব্দের রচনা পাঠাতে হবে।
প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। আগামী ৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় চিশতীনগরে প্রধান অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিদের চিশতীনগর শরীফিয়া লাইব্রেরী পাঠকচক্রের পেজ/ মেসেন্জার : https://web.facebook.com/syedghulam.mursalin
ই-মেইল : Chishtinagar@gmail.com
অথবা, ব্যক্তিগতভাবে চিশতীনগরে পৌঁছাতে হবে।