[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাজারভিটা তেলীপাড়া গ্রামে বাথরুমের ম্যানহোলে পড়ে যাওয়া একটি লক্ষাধিক টাকা মূল্যের গাভী উদ্ধার করেছে চিলমারীর ফায়ার সার্ভিসের কর্মীরা।
গতকাল (২৪ ডিসেম্বর) উক্ত গ্রামের ফন্দি চৌকিদারের পুত্র আব্দুল্লাহ খোকার প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের একটি গাভী ম্যানহোলের প্রায় ১০ ফিট গভীরে পড়ে যায়। চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে মোবাইল ফোনে খবর দিলে, তাৎক্ষণিকভাবে চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলাম মোস্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ১৩ মিনিট অভিযান চালিয়ে গাভীটিকে উদ্ধার করেন।