চিলমারীতে জাতীয় বীমা দিবস পালিত

রবিবার, মার্চ ১, ২০২০,৮:৩২ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ স্লোগানে কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ ,ডব্লিউ, এম রায়হান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহন চন্দ্র বর্মন, ব্রাঞ্চ কো অর্ডিনেটর মোখলেছুর রহমান, নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে