[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেকের জন্মভিটায় জানাজা শেষে তার স্বামী কর্নেল মালেকের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার সময় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় হাজারো মানুষ তাকে শেষবারের মতো দেখা এবং দোয়ার জন্য সমাবেত হন। তার মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন মহল এবং সামাজিক বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজিয়া মালেক রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।