[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল লাখো লাখো ভক্তবৃন্দ আর আপনজনদের কাঁদিয়ে চিরতরে চলে গেলেন। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তাপস পাল। তাপসের এই মৃত্যু তার দীর্ঘদিনের সহকর্মীরা মানতে পারছেন না। ভেঙেও পড়েছেন কেউ কেউ আচমকা এমন মৃত্যুর খবরে।
মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তাপস পাল। তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি অভিনয়ের পাশাপাশি।
২৮ জানুয়ারি মেয়ের সঙ্গে দেখা করতে মুম্বাই গিয়েছিলেন তাপস পাল। তার ফেরার কথা ছিল ২ ফেব্রুয়ারি। কিন্তু বিমান ধরার আগেই বুকে ব্যথা শুরু হয়। তখন থেকেই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে তার মৃত্যু হলো।