চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত ছেলেসহ করোনায় আক্রান্ত

বুধবার, জুন ১৭, ২০২০,৫:০০ অপরাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনায় আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার বিভাগের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার স্ত্রী নুজহাত চৌধুরী শম্পা। করোনায় আক্রান্ত হয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাদের ছেলেও।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল নিজেই। তিনি বলেন, চারদিন হলো আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি গত তিনদিন আগে আক্রান্ত হয়েছেন। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এমনিতে তেমন কোনো সমস্যা নেই। নিজেদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডা. স্বপ্নীল।

দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে টেলিমেডিসন সেবা দেওয়া, সুরক্ষা সামগ্রী বিতরণ করাসহ নানা ধরনের সেবামূলক কাজ করেছেন ডা. স্বপ্নীল। এমন মহামারির মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দিয়েছেন দেশসেরা এই লিভার বিশেষজ্ঞ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে