চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন

শনিবার, আগস্ট ২০, ২০২২,৯:৫৫ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রায় দুইশ’ বছরের চা শিল্পে লক্ষ লক্ষ লক্ষাধিক শ্রমিক বংশ পরম্পরায় কাজ করে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দুর্মূল্যের বাজারে তারাও সাধারণ মানুষের মত দৈনন্দিন ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আজ তারা ধর্মঘট করতে বাধ্য হচ্ছে। অবিলম্বে তাদের ন্যূনতম মজুরি ৩০০ টাকা নির্ধারণ করে চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় কৃষক সমিতি নেতৃবৃন্দ।

জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ এক বিবৃতিতে বলেন, ভারত ও শ্রীলঙ্কার চা শ্রমিকের মজুরিও আমাদের শ্রমিকদের চেয়ে অনেক বেশী। চা শ্রমিকরা জাতীয় রপ্তানিতে বিপুল অবদান রাখছেন। সে হিসেবে তারা যুগ যুগ ধরে চরম বৈষম্য, বঞ্চনা ও শোষণের শিকার। জীবনধারণ ও মৌলিক মানবিক চাহিদা পূরণের অধিকার সবারই আছে। উদয়াস্ত পরিশ্রম করেও তাদের নুন আনতে পানতা ফুরায়।

নেতৃবৃন্দ অবিলম্বে চা শ্রমিকদের দাবি মেনে তাদের চলমান ধর্মঘটের সুষ্ঠু সমাধানের আহবান জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে