[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দীর্ঘ চার ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে। যানবাহন স্থবির হয়ে পড়ায় সেতুর পশ্চিম পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ সময়। পরে সকাল ১০টার দিকে আবারো টোল আদায় শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ পরিবেশ স্বাভাবিক হলে। হঠাৎ সৃষ্ট এ যানজটে বিপাকে পড়ে ঢাকামুখী যাত্রীরা।
সেতু কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হয় দ্রুতগামী যানবাহনগুলো ঘন কুয়াশার কারনে। তাই নিরাপত্তার স্বার্থেই টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। যান চলাচলের জন্য সেতু খুলে দেয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হবার পর।
বঙ্গবন্ধু সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের একটি টিম কাজ করছে দীর্ঘ যানজটের যাত্রীদের নিরাপত্তার জন্য। মহাসড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে ঘন কুয়াশার কারণে সে কারনেই কিছু সময়ের জন্য সেতুর টোল আদায় বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।