[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি, (গাজীপুর) : গাজীপুরের কোনাবাড়ী এলাকার মিনিবাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (০২ জানুয়ারি) দুপুরে গাজীপুর -টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি বাইমাইল এলাকায় “তাকওয়া” পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই এক নারী মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরেক জনকে চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
পুলিশ এবং স্থানীয়রা জানান, জয়দেবপুর থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা চন্দ্রাগামী “তাকওয়া” পরিবহনের একটি মিনিবাস চন্দ্রা যাওয়ার পথে, বুকল খাতুন ও করুনা খাতুন নামের এই দুই নারীকে চাপা দেয়। তারা দুই জনই পোশাক শ্রমিক ছিলেন। তারা দুইজনই বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেডে চাকরির ইন্টারভিউ শেষে বাসায় ফিরছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ গাড়িটি আটক করেছে।