[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
তুমি বহু আকাঙ্খার!
বহু প্রত্যাশার !
তোমায় নিয়ে করি
কল্পনার আঁকা বুকি!
তুমি চাঁদনী রাত!
তুমি মায়াবী রাত!
তুমি জোৎস্না রাত!
তুমি পূর্ণিমা রাত!
তুমি চাঁদ রাত!
তোমার উপমা তুমি!
তোমার স্নিগ্ধ আলোয়
রোমাঞ্চিত হয় রিদয়!
তোমার নীল, গোলাপী রং
চোখে আনে রঙিন স্বপ্ন!
তুমি আঁধারে আলো!
তুমি আশার আলো
তুমি স্বপ্নের মায়াজাল!
নিয়ে যাও স্বপ্নীল জগতে!