[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে ১০ দফা দাবি নিয়ে। ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ। এদিকে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ এই কর্মবিরতিতে নৌপথে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। রবিবার (২৭ নভেম্বর) সকাল থেকে চলছে না যাত্রীবাহী কোনো লঞ্চ। নিরুপায় হয়ে যাত্রীরা সড়কপথে গন্তব্যে চলে যাচ্ছেন।
সারা দেশের নৌযান শ্রমিকরা নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান ও সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
এ বিষয়ে নৌযান শ্রমিক নেতা হারুনুর রশিদ জানান, ২০১৬ সাল থেকে ন্যায়সঙ্গত এসব দাবি সরকারের শ্রম মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছেন। এসব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। আংশিকভাবে কিছু দাবিও মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রয়েছে।