[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সারাদেশের মতো চাঁদপুরেও উদযাপিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর শ্রদ্ধা আর নানা আয়োজনে। দিবসটি উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সংগঠন, বিভিন্ন শ্রেণি ও পেশার নানা বয়সী মানুষের ঢল নামে। এ সময় প্রভাত ফেরী নিয়ে এসে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর আগে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয় একুশের প্রথম প্রহরে। চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, নৌপুলিশের অঞ্চল প্রধান জমশের আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি নাসিরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীসহ অসংখ্য সংগঠন ও ব্যক্তি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময়।
এছাড়া একুশের দিনভর চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে।