[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার আশকাটি ইউনিয়নে। আরো দুইজন এ ঘটনায় আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গাবতলী নামক স্থানে।
নিহতরা হলেন এমরান হোসেন (৩৪) ও ফাতেমা আক্তার (১০)। হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের সর্দার বাড়ির তাজুল ইসলামের ছেলে এমরান । তিনি গাজীপুর সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) কর্মকর্তা ছিলেন। আর একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে ফাতেমা । সম্পর্কে মামা-ভাগ্নি তারা।
আহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিধপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ভাষান চন্দ্র শীলের ছেলে রতন চন্দ্র শীল (৩০) ও জুয়েল হোসেন (৩৫)।
জানা গেছে, আজ সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গাবতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে। এতে ব্যাংক কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন। এ সময় অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনের মধ্যে ফাতেমা ও রতনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে ফাতেমার মৃত্যু হয়।
স্থানীয়রা এ বিষয়ে জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাবতলী এলাকায় পৌঁছালে হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এমরান নিহত হন। আরো তিন যাত্রী আহত হন । ঘটনার পরপরই
অটোরিকশাচালক পালিয়ে যায় এবং ওই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা তাজুল ইসলাম থানায় এসে আবেদন করার পর মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে ।