চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তি মারা গেছেন

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০,১১:১৩ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তি মারা গেছেন চাঁদপুরে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ৩০ বছর বয়সের ওই যুবক মারা গেছেন। জানা গেছে, তিনি পেশায় সিএনজিচালিত অটোরিক্শা চালক ছিলেন। 

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, ‘শ্বাসপ্রশ্বাসের কষ্ট ও পেট ব্যথা তীব্র হলে হাসপাতালে নিয়ে আসার পথে ৩০ বছরের এক ব্যক্তি মারা যান। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে। একই সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে মৃতের দাফন সম্পন্ন করা হবে।’

এর আগে গত মঙ্গলবার সদর উপজেলার রাণীরবাজারে ও শনিবারে কামরাঙ্গা গ্রামে দুই যুবক এবং তারও আগে জেলার মতলব উত্তরে এক বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত একসপ্তােেহর মধ্যে জেলায় লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা প্রায় এক হাজার ৩০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চাঁদপুরে জীবিত এবং মৃত মিলে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এই পর্যন্ত।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে