চসিক মেয়রের সাথে গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ডধারীর সৌজন্য সাক্ষাত

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০,৫:৩৪ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গিনেস ওয়ার্ল্ড বুকে সেরাদের মাঝে নাম লিখিয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তন তবলা বাদক পন্ডিত সুদর্শন দাশ। গুণী এই শিল্পী গতকাল রবিবার বিকেলে টাইগারপাস চসিক মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে সিটি মেয়র পন্ডিত সুদর্শন দাশ কে অভিনন্দন জানিয়ে বলেন সুদর্শন দাশ আমাদের অহংকার। তিনি বিশ্ব দরবারে শুধু নিজের সুনাম বৃৃদ্ধি করেন নাই বাংলাদেশের নামও উজ্জ্বল করেছেন।

মেয়র বলেন, অধ্যবসায় ছাড়া কখনো সফল হওয়া যায় না। তাঁর কঠোর সাধনা, একগ্রতা ও সদিচ্ছা ছিল বলেই বিরল এই সম্মানের অধিকারি হয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পারলেই ঐতিহ্যের শক্তিতে বলিয়ান হয়ে আমরা অগ্রসর হতে পারবো। মেয়র সুদর্শনের এই অর্জন নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কাউন্সিলর ইসমাইল বালি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সমাজসেবক আবদুর রশিদ লোকমান, জাহেদ হোসেন রনি সহ স্বেচ্ছাসেবী সংগঠন তারুন্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন তারুন্যের পক্ষ হতে তবলাবাদক পন্ডিত সুদর্শনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য সুদর্শন দাশ ২০১৬ সালে একটানা ৫৫৭ ঘন্টা ১১ মিনিটি তবলা, ২০১৭ সালে একটানা ২৭ ঘন্টা ঢোল, ২০১৮ সালে একটানা ১৪ ঘন্টা ড্রাম রোল ও ২০১৯ সালে একটানা ১৪০ ঘন্টা ৫ মিনিট ড্রাম সেট বাজিয়ে চার গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডের অধিকারী হন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে