[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোশেন মিডওয়াইফারি ইনস্টিটিউট চট্টগ্রাম-এ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
২২ অক্টোবর বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিলরের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন প্রদান করা হয়। এতদসংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এই অনুমোদনের কথা সিটি কর্পোরেশনকে জানান । পরিপত্রে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ইশরাত জামান । তবে কয়েকটি শর্ত জড়িয়ে দেয় বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিলরের নির্বাহী কমিটি।
শর্তাবলীর মধ্যে কর্মরত নার্স -শিক্ষকদের রেজিষ্টেশন সনদ অবশ্যই হালনাগাদ/নবায়ন রাখা নিশ্চিত করা, বিএনএমসির ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ,লাইব্রেবিতে দেশী – বিদেশী আধুনিক মিডওয়াইফারি বিষয়ক বই,জার্নাল ম্যাগাজিন এর সংখ্যা বৃদ্ধিকরণ,আধুনিক উপকরণ সমৃদ্ধ মিডওয়াইফারি ল্যাব তৈরিকরণ রয়েছে। এই শর্তের ভিত্তিতে চসিক ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০১৯ – ২০২০ শিক্ষাবর্যে হতে ৩০ (ত্রিশ)টি আসন বরাদ্দ পূর্বক শিক্ষার্থী ভর্তির ০১(এক) বছরের জন্য সাময়িক অনুমোদন প্রদান করা হয়। দেশের মা-শিশুর মৃত্যুর হার রোধকল্পে ১৯৯৯ সালে দেড় বছর মেয়াদী এই মিডওয়াইফারি ইনস্টিটিউট চালু করে চসিক।
বর্তমান সরকার এই ধরণের সকল কোর্সকে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সে ডিপ্লোমা কোর্সে পরিণত করে। এই ধারাবাহিকতায় চসিক মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন মা-শিশুর মৃত্যুর হার রোধকল্পে চসিক পরিচালিত দেড় বছর মেয়াদী মিডওয়াইফারি ইনস্টিটিউট যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টদের। সিটি মেয়রের এই পরামর্শক্রমে চসিক মিডওয়াইফারি পরিচালক দেড়বছর মেয়াদী এই প্রশিক্ষণ ইনস্টিটিউটকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে পরিণত করার লক্ষে দু”বছর পুর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবরে আবেদন করেন ।
এর প্রেক্ষিতে চলতি বছর ৫ই অক্টোবর মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে প্রতিনিধিদল মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল দেড় বছর মেয়াদী জুনিয়র মিডওয়াইফারি কোর্সের পাশাপাশি তিন বছর মেয়াদী ডিপ্লোম ইন মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিণত করতে সবার্ত্মাক সহয়োগিতার আশ্বাস দিয়েছিলেন।
এরফলে চসিক মিডওয়াইফারি ইনস্টিটিউট তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রতিষ্ঠান-এ স্বীকৃতি হিসেবে পেলো।