[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযান নগরীর ডবলমুরিং থানাধীন এক্সেস রোডের টি এন্ড টি কলোনী সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে বাজার বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় উক্ত বাজারটি উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা করা হয়।
একই অভিযানে এক্সেস রোডের বেপারী পাড়া ও ছোট পুল এলাকায় ফুটপাতে দোকানের মালামাল রেখে সর্বসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ০৮ ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।