[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নগরীর কোতোয়ালী থানাধীন কে. সি. দে রোডের নালা ও ফুটপাত অবৈধভাবে দখলে রেখে জনসাধারণের চলাচলে ও নালার নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি এবং স্বাভাবিক পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্মিত ৫টি দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করে নালা ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানা পুলিশ, ৩০ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।