চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২০,৮:০১ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর দামপাড়াস্থ ওয়াসা মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে সাইন বোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা সাইন বোর্ড না থাকায় জওক রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও ডিসেন্ট প্লাস টেইলার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানগুলির ইংরেজি সাইন বোর্ড কালি দিয়ে মুছে দেয়া হয় এবং আগামী দুই দিনের মধ্যে বাংলাসহ সাইন বোর্ড লাগানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ অভিযানে ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে