[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন আলকরন মহল্লার রিয়াজউদ্দিন বাজারস্থ ফ্রুট গলির হোল্ডিং নং- ৪৭৬/৪৯১ এর আবদুল জব্বার সওদাগর বিল্ডিং এর বকেয়া পৌরকর থেকে তৎক্ষনিক একলক্ষ আঠার হাজার দুইশত আটাত্তর টাকা আদায় করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনা ও পৌরকর ফাঁকির দায়ে স্টেশন রোডস্থ মালঞ্চ খাবার দোকানকে চল্লিশ হাজার টাকা ও ইলেক্ট্রিক গলির গাউছিয়া স্টোরকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কোতোয়ালী থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।