চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯,৬:১৯ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে গতকাল বৃহষ্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চান্দগাঁও থানাধীন কালুরঘাট ভারী শিল্প এলাকার এফআইডিসি রোডের আজিম মান্নান গার্মেন্টেস এর মোড় থেকে দেশ গার্মেন্টস মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের প্রায় ৩শত অবৈধ দোকান পাট উচ্ছেদ করে রাস্তার জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। এই সময় অবৈধভাবে রাস্তার উপর নির্মাণ সামগ্রী স্তপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কটনেক্স ফ্যাশন লিঃ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৪ ঘন্টার মধ্যে উক্ত নির্মাণ সামগ্রী অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে