[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন উমা কাজী।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী। তিনি জানান, আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মাকে দাফন করা হবে। তাঁর বোন মিষ্টি কাজী কলকাতায় আছেন। তিনি ফিরলে বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি। উমা কাজীর স্বামী কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। এরপর ঢাকার বনানীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁর পরিবার।