[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা গত কয়েকমাসে ভয়াবহ আকার ধারণ করেছে। এতে গুরুতর আহত হওয়া থেকে মৃত্যুর ঘটনাও ঘটছে। এবার রেলওয়ে পুলিশের উদ্যাগে রাজধানীর খিলক্ষেত থেকে জোয়ার সাহারা পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে পথচলতি মানুষের জন্য কিছু সাইন বোর্ড লাগানো হয়েছে। সেসব সাইন বোর্ডে লেখা আছে সতর্কতামূলক এবং আইনী কিছু পরামর্শ।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘বিমানবন্দর রেললাইনের পাশে খিলক্ষেত থেকে জোয়ার সাহারা পর্যন্ত ছয়টি সাইন বোর্ড লাগানো হয়েছে। খিলক্ষেত থেকে জোয়ার সাহারা এলাকা পর্যন্ত রেললাইনে দুর্ঘটনা বেশি হয়। ওই এলাকায় রেললাইন বাক আছে। ট্রেন এলে দেখা যায় না। সেজন্য ওই এলাকাটি দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক সাইবোর্ড লাগানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধের জন্য জন সাধারণকে সঙ্গে নিয়ে পথসভা করা হয়েছে। রেলওয়ে পুলিশ কর্তৃক লাগানো ওই সাইন বোর্ডে লেখা আছে “চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ হতে বিরত থাকুন। ইহা দণ্ডনীয় অপরাধ।” এছাড়া দারিদ্রদের সহযোগিতায় আমরা নানা রকম কল্যাণমুখী কাজ করছি। এরই ধারাবাহিকতায় সেই সাইন বোর্ডগুলোতে মানুষের সতর্কতার জন্য কিছু বার্তা লিখা আছে।’