[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : কৃষি প্রধান চলনবিলের মাঠে মাঠে এখন সোনালী রংয়ের পাকা ধান। ইতিমধ্যেই আগাম জাতের মিনিকেট ধান কাটা শুরু হয়েছে। তবে পুরো ধান কাটা মৌসুম শুরু হতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে। এরই মধ্যে যাদের জমির ধান পেকেছে করোনার এই দুর্যোগে শ্রমিক না পেয়ে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন আগাম জাতের এই প্রানিÍক চাষীরা। চলনবিলের এ রকমই একজন কুষকের জমির ধান কেটে ঘরে তুলে দিলেন নাটোরের সিংড়া পৌর সভার মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস। আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ এড,জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশে মঙ্গলবার(২১এপ্রিল) সকালে সিংড়া চলনবিল অঞ্চলের মাঠে পৌর মেয়র ও সিংড়া উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের ২৫-৩০ জন নেত-কর্মীর একটি দল স্বেচ্চায় শ্রমিক সংকটে বিপাকে পড়া এই প্রান্তীক কৃষকের ধান কেটে দেন।
এসময় পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস বলেন, চলনবিলের মাঠের ধান প্রায় পেকে গেছে। পুরো মৌসুম এখনও শুরু হয়নি। ধান কাটার পুরো মেীসুম শুরু হলে বিভিন্ন জেলা থেকে প্রতিবছর যে ভাবে শ্রমিকের দল এসে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে যায় এবছরও সময় মতই শ্রমিকরা আসবেন। মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় ইতিমধ্যে যে সকল জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে আসেন সেসকল জেলার প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, যাতে করোনার এই দুর্যোগে শ্রমিকদের চলাচলের কোন সমস্যা না হয়। সব মিলে ধান কাটা শ্রমিকদের কোন সংকট হবেনা ইনশা আল্লাহ।