চর চাকতাই বিদ্যালয়কে চর চকতাই ইদ্রিস আলম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে নামকরণ

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯,৫:৫৮ পূর্বাহ্ণ
0
458

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প বাস্তবায়নে বর্তমান নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে প্রস্তুত হতে হবে। আজকের এই প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আপনাদের মেধা, দক্ষতা, একাগ্রতা ও বিছক্ষণতাই পারবে এ দেশকে এগিয়ে নিতে। আমাদের যেখানে ব্যর্থতা,সেখান থেকে নতুন প্রজন্ম সাফল্যের নব দিগন্তের সূচনা করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন মরহুম ইদ্রিস আলম একজন বীর মুক্তিযোদ্ধা,গবেষক,লেখক ও শিক্ষানুরাগী ছিলেন। তার মতো একজন শিক্ষানুরাগী ব্যক্তির হাত ধরে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের বরণ্যে ব্যক্তিদের স্মরনীয় বরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আগামী নাগরিকরা তা অনুসরণ করে নিজেদেরকে সেই ভাবে প্রস্তুত করবে। তাই এলাকাবাসীর দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে চর চাকতাই বিদ্যালয়কে চর চকতাই ইদ্রিস আলম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় নামকরণের ঘোষণা দেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। এছাড়া চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক,কাউন্সিলর হাজী নুরুল হক, সাবেক কাউন্সিলর আলহাজ্ব পেয়ার মোহাম্মদ সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এম.মাকসুদুল ইসলাম। চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভিন, রাজনীতিক আলহাজ্ব ছিদ্দিক আলম। এছাড়া লামা বাজার এ.এ.এস সি/ক বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন মাহমুদ ও পূর্ব বাকলিয়া সি/ক কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আইয়ুব। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত শিক্ষার উপর জোর না দিয়ে, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহবান জানিয়ে বলেন শিক্ষার্থীরা যাতে চরিত্রবান মানুষ হতে পারে সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা পরীক্ষামুখী হওয়ায়, নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। অসম এই প্রতিযোগিতায় একদল দক্ষ মানুষ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম ও সমাজের প্রতি কোন দায়বদ্ধতা প্রতিফলিত হয় না। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও পিতা-মাতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন মানুষের মাঝে সত্যিকারের নৈতিকতাবোধ জাগ্রত হলেই দেশ সমৃদ্ধি হবে। মেয়র শিক্ষার্থীদের পরিবারের অসচ্ছলতাকে জয় করে নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নিজ চেষ্টায় নিজেকে একজন সুনাগরিক,আলোকিত,সমৃদ্ধ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকারবদ্ধ হওয়ার আহবান জানান। মেয়র প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলা-ধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখার জন্য শিক্ষা সংশ্লিষ্টদের পরামর্শ দেন। পরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এরপূর্বে সিটি মেয়র ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডস্থ কোরবানীগঞ্জে নব নির্মিত আর.সি.সি ব্রীজ এর শুভ উদ্বোধন করে জনসাধারনের জন্য উম্মুক্ত করেন। এসময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,কাউন্সিলর হাজী নুরুল হক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে