চট্টগ্রাম চকবাজারের কাঁচাবাজার এর নতুন ভবণ উদ্বোধন করলেন মেয়র

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯,৬:১৬ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নগরীর চকবাজার কাঁচাবাজার এর নতুন ভবণ উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। আজ সোমবার দুপুরে নতুন ভবণের ফলক উম্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র।

সাড়ে ১০ গন্ডা চসিক জায়গার উপর ৭ তলা ফাউন্ডেশনের মধ্যে ৩ তলা পর্যন্ত নির্মিত হয়েছে। এই নির্মাণ কাজে চসিকের ব্যয় হয়েছে ৫কোটি ৯৭লক্ষ টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এই ভবণ নিমিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে মার্কেটে দোকান বরাদ্দপ্রাপ্তদেরকে সাত কর্মদিবসের মধ্যে দোকানের মালিকানা বুঝিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি নির্দেশ দেন সিটি মেয়র।

তিনি বলেন চট্টগ্রাম নগরীতে ৭০লক্ষ লোক বসবাস করে। জনসংখ্যারটট তুলনায় এই নগরে মার্কেট খুবই নগন্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও জিনিষপত্র ক্রয় করতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি লাঘবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন এলাকায় আধুনিক রুচিশীল,মান সম্মত মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই প্রসঙ্গে মেয়র নগরীতে পাঁচটি কিচেন মার্কেট নির্মাণ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন ইতোমধ্যে আগ্রাবাদ ও ফইল্যতলী বাজারে আধুনিক কিচেন মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কিচেন মার্কেট ২টির কাজ শেষ হবে। মেয়র স্বাস্থ্য সম্মত পরিবেশ সৃষ্ঠিও পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য নগর প্রতিষ্ঠাই মার্কেট নির্মাণের উদ্দেশ্যে বলে মন্তব্য করেন।

সিটি মেয়র গ্রীন ও ক্লীন সিটি বাস্তবায়নে নগরবাসীকে ধৈর্য ধারণ করার আহবান জানিয়ে বলেন,গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আরো এক থেকে দুই বছর সময় লাগবে। আর এই জন্য নগরবাসীর দোয়া ও আর্শীবাদ চেয়ে তিনি বলেন নগরবাসীর যে প্রত্যাশা বা যা কিছু প্রয়োজন চসিক আইনী কাঠামোর মধ্যে সবটুকু করার চেষ্টা করছি । নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য চসিকের বারইপাড়া খাল খনন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রেখেন। পরিচ্ছন্ন,পরিবেশবান্ধব,নিরাপদ ও বসবাসযোগ্য নগর প্রতিষ্ঠার কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন,রাস্তা,ফুটপাতের উপর কোনো হকার বসতে পারবে না। এই ফুটপাত পথচারীদের এবং গাড়ী চলাচলের পথ। এতে প্রতিবন্ধকতা কোনোক্রমে বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা আনজু,চসিক প্রধান প্রকৌশলী লেঃকর্ণেল সোহেল আহমেদও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ,মনিরুল হুদা নিবার্হী প্রকৌশলী ফরহাদুল আলম,চকবাজার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সোলেয়মান ও সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে