[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে ঘন কুয়াশার কারণে। ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকেই। ভোরে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
তবে এরপর আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। নামেনি বিদেশ থেকে আসা কোনো প্লেন। ভোর থেকে এ পর্যন্ত পাঁচটি ফ্লাইট ব্যাংকক, মান্ডালা ও কলকাতায় নামানো হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানায়, কুয়াশার কারণে ভোর থেকে ভিজিবিলিটি শূন্য হওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। ভোর পাঁচটা থেকে ভিজিবিলিটি একেবারে জিরো, এ অবস্থায় ওঠানামা করতে পারে না বিমান। জানা গেছে, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে।
বিমানবন্দর সূত্র জানায়, সাধারণত ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা তিন হাজার মিটার বা তার নিচে নামলেই আবহাওয়া অধিদপ্তর এভিয়েশন ওয়ার্নিং দেয়, সেটি দুই হাজার বা তার নিচে আসলে তখন বিমান নামতেও পারে না। কুয়াশা কমলে বিমান ওঠানামা ফের স্বাভাবিক হবে বলে সূত্র জানায়।