গ্লোবাল লিডারশীপ সেমিনারে বক্তব্য রাখবে মোঃ নাফিস আতিক শাহরিয়ার

বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩,৯:০৩ অপরাহ্ণ
0
379

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে বি.এস.সি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত রয়েছেন মোঃ নাফিস আতিক শাহরিয়ার।

তিনি প্রকৌশলী মোঃ শরীফুল হক, প্রকল্প পরিচালক,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ,কৃষি মন্ত্রণালয় ও মিসেস জিন্নাত রহমানের জ্যেষ্ঠ সন্তান।তিনি শিক্ষাজীবনে গভঃ ল্যাবরেটরী হাইস্কুল রাজশাহী থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন এবং রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

তিনি স্কুল ও কলেজে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ২ বছরের ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করেন। ঢাকা থেকে ২০১৯ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ট্রেনিং ও ২০২২ সালের ৪-৮ জুলাই ফিলিপাইনের (SDG) ট্রেনিংয়ের পাশাপাশি ২০২১ সাল থেকে সাইবার ক্রাইমের ট্রেনিংয়ে অংশ নিয়ে জনসচেতনতার কাজ করছেন।এছাড়াও দেশি-বিদেশি নানান ধরনের অনলাইন-অফলাইন সেমিনারে অংশ নেওয়া ও বিভিন্ন সংস্থাতে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে যুক্ত রাখার মধ্য দিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি চলমান রেখেছেন। 

তিনি ২০২২ সালে গ্লোবাল লিডারশীপ ট্রেনিংয়ে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।তারই ধারাবাহিকতায় এই বছর ২০২৩ সালে গ্লোবাল লিডারশীপ সেমিনারে স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল নেটওয়ার্কের অ্যাম্বাসেডর মোঃ নাফিস আতিক শাহরিয়ার। এক সাক্ষাৎকারে তিনি মানব সংবাদ প্রতিনিধিকে বলেন,

“মহান আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ আগামী ২১ মে,২০২৩ তারিখে ভার্চুয়াল লিডারশীপ সেমিনারে একজন স্পিকার হিসেবে তাকে কিছু বলার সুযোগ প্রদান করেছেন।এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল নেটওয়ার্ক কর্তৃপক্ষের এবং আইপিএম কর্তৃপক্ষের।এসময় তিনি আরও বলেন স্পিকার হিসেবে ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রামে কিছু উপস্থাপন করার সুযোগ এই প্রথমবার পেয়েছেন।”

তিনি আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে