[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ব্যবহারকারীদের তথ্য ফাঁস, আদালতের সমন, জরিমানা—কোনো কিছু আমলে না নিয়ে নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘গ্লোবালকয়েন’ তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেইসবুক। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই পরখ করা হবেমুদ্রাটির কার্যকারিতা ।ফলাফল পর্যালোচনা করে আগামী বছরের শুরুতেই নির্দিষ্ট কিছু দেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু হবে মুদ্রাটির। মুদ্রাটি কাজে লাগিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই অনলাইনে অর্থ বিনিময়ের পাশাপাশি মূল্যও পরিশোধ করা যাবে। চাইলে এক দেশ থেকে অন্য দেশে প্রিয়জনের কাছে অর্থ পাঠানোর সুযোগও মিলবে এতে। গতানুগতিক ভার্চুয়াল মুদ্রা ‘বিটকয়েন’-এর মতো মান ওঠানামা করবে না। ফলে ব্যবহারকারীদের পড়তে হবে না আর্থিক ক্ষতির মুখে । মুদ্রাটি চালুর অংশ হিসেবে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফেইসবুক আলোচনাও শুরু করেছে ।