[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
২০০৪ সালের ২১শে আগস্ট বিএনপি- জামায়াত জোট সরকারের সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ বায়তুল মোকাররম মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমানসহ ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসুল্লি মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুহিব্বুল্লাহিল বাকী।
দোয়া ও মোনাজাতে ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।