[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন রাজনৈতিক উদ্দেশ্য ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নতুন করে খালেদা জিয়াকে জড়ানো হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডসহ বর্তমান সরকারের আমলে ঘটে যাওয়া সব অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আওয়ামী লীগকেই নিতে হবে।
রিজভী বলেন, তারেক রহমানসহ বিএনপির সরকারের মন্ত্রী ও নেতাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত। আর সেটার প্রমাণ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়েও এই মামলার চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না।’
এসময় তিনি আরো বলেন, ‘এ বিচার হচ্ছে আওয়ামী লীগের বিচার। এ বিচার সরকারের প্রতিহিংসার বিচার। এ বিচারের কোন প্রক্রিয়া নেই। মনের ক্ষোভটাকেই তারা প্রকাশ করছে।’