গ্রামবাসীর গণপিটুনিতে ছাত্রলীগ নেতা নিহত!

সোমবার, মার্চ ২, ২০২০,৭:০৩ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিম্নমানের কাঁচামাল দিয়ে ব্রিজ নির্মাণ করার অভিযোগ এনে খুলনার কয়রায় গ্রামবাসীর গণপিটুনিতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার বিকেলে কয়রার বাইলহারানিয়া গ্রামের বাতিকাটা খালের ওপর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ব্রিজ নির্মাণের কাজ করছিলেন।এ সময় নিম্নমানের কাঁচামাল দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ করেন স্থানীয়রা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে রাসেলকে গণপিটুনি দেন গ্রামবাসী। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানন্তরিত করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে