গৌরনদীতে মুদির দোকানে চুরি করার ২ জন আটক

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,১১:২৯ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মোক্তার বাজারে কবির সিকদারের পাইকারি মুদির দোকানে চুরি করার সময় স্থানীয়রা হাতেনাতে দুই জনকে আটক করেছেন । 

গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির অভিযোগে আটক সাগর হাওলাদার (২০) ও জিসান হাওলাদারকে (১৯) গণধোলাই দিয়ে গ্রামবাসী পুলিশে সোপর্দ করে । 

সাগর হাওলাদার উপজেলার ধানডোবা গ্রামের শাহজান হাওলাদার ছেলে ও জিসান হাওলাদার একই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। 

পরে আটককৃতদের গতকালবুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে নির্দেশ দেন কারাাগরে প্রেরণের । 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিজান বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কবির সিকদারের পাইকারি মুদির দোকানের তালা ভেঙে মালামাল চুরি করছিল। এসময় তিনি অন্যান্য ব্যবসায়ীদের মুঠো ফোনে অবগত করলে ব্যবসায়ীরা একত্রিত হয়ে চোরদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে