গোপালগঞ্জে শুরু হয়েছে “মুজিব মানে মুক্তি” নাটকের প্রদর্শনী

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,১১:৩২ পূর্বাহ্ণ
0
84

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গোপালগঞ্জে “মুজিব মানে মুক্তি” নাটকের প্রদর্শনী শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে । দুই দিনব্যাপী এ নাটকের প্রদর্শনী শুরু হয়েছে বুধবার (২৮ আগস্ট) থেকে। এ নাটক প্রদর্শনীর আয়োজন করেছে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

এ নাটক প্রদর্শনীতে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী।

এ নাটকে অভিনয় করেন নাট্যজন লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। নাটকে তুলে ধরা হয় বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এ বিষয়কে কেন্দ্র করে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানী শাসন ও শোষণ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন, জাতির পিতাকে ৭৫-এর ১৫ আগস্ট হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা। আগত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নাটক উপভোগ করেন। আগামীকাল এই নাট্য প্রদর্শনীর শেষ হবে ২৯ আগস্ট আবারও একই নাটক প্রদর্শনীর মাধ্যমে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে